আকাশ তোর নীল পর্দায়
দেনা আমায় ঢেকে,
কালো মেঘ চপল পায়ে
আসে যখন ঝেকে।
আকাশ তোর উদার ঘরে
নেনা আমায় তুলে ,
জগৎ জুড়ে মানুষগুলো
যখন যাবে ভুলে।
আকাশ তোর নীল নয়নে
দেখনা আমার মুখ ,
প্রিয় মানুষ ভুল বুঝে যায়
হারাই তখন সুখ।
আকাশ তোর নীল শাড়ীটা
দেনা জড়ায় গায়,
নীলাম্বরী হয়ে আমি
উঠব ডিঙ্গি নায়।
আকাশ তোর নীল আভাতে
যাব আমি মিশে,
সাদা মেঘের ভেলায় চড়ে
থাকবো আমি ভেসে ।