আজও খুঁজে মন তোমাকেই..
কতনা স্বপ্ন আঁকা কথোপথন
কতনা মজবুত শব্দের কৌশলী গাঁথন,
বিমুগ্ধতা ছড়ায় নীরব মনে একাকী পথে।
কতনা মধুর স্মৃতিচারণ
পরন্ত বেলার অলস দীঘির পাশে...
স্মৃতিরা কি এমনই হয়, নির্মম নিষ্ঠুর
সবটুকু তুলে আছড়ে ফেলে গভীর অতলে?
সব আজ মুখ থবরে পড়ে আছে অবহেলায়
শুধু তুমি নেই আশেপাশে। হয়তো আকাশের
ঠিকানায় গড়েছ বসতি...
নয়তো অজানায়।
তোমার অব্যক্ত কথার প্রতিধ্বনী
তোলপার করে হৃদয় আঙ্গিনায়।
তুমি থাকবে স্মরণ হয়ে,
একটি উজ্জ্বল তারা অনন্তকাল
আমার হৃদয় আকাশে।