আজও বৃষ্টি
ধূমধাম আওয়াজ
হৃদয়ে বাজে ঝংকার।
জানালায় চোখ রাখেতেই
তোমার সজল আঁখি,
তচনছ করে ভিতর বাহির।
তুমি অপরূপা বিমুগ্ধ করো দৃষ্টি।
প্রভাত কাননে
তোমার সতেজতা
প্রলুদ্ধ করে চৈতন্য
হারাই নিজেকে।
হে অপরূপা,
বার বার কেনো আসো
এমনই করে?
চিত্ত দহন করো,
পোড়াও হৃদয়...
তোমারই অভিলাষী সুরে।
দাও আর একবার তব খুলে
অতল গহনে যা কিছু আছে অব্যক্ত।
প্রবাল পাথরের সুপ্ত সৌন্দর্যে হও বিমুগ্ধ।