আজ একুশে ফেব্রুয়ারী,

ভাবছি বসে লিখব কোন অপূর্ব কাব্য,
এত্ত চেষ্টা করেও হয়না লেখা সম্ভাব্য।

চিত্ত জুড়ে মত্ত আছে,শত সহস্র বেদনা,
কবিতার জন্য চাই মুক্ত মন ও সাধনা।

গর্ব করে বলতে পারি বাংলা আমার প্রাণের ভাষা,
এ ভাষাতেই লুকিয়ে আছে বলা না বলা অব্যক্ত আশা।

এ ভাষাতেই প্রথম বোলি মায়ের মুখে শুনি,
এ ভাষাতেই বর্ণমালার রঙিন স্বপ্ন বুনি।

এ ভাষাতেই জাগায় মনে শত কোটি নব দোলা
ভাষার জন্য যারা করেছিল লড়াই যায় না তাদের ভোলা।

এ ভাষার জন্য যারা দিয়েছিল তাদের নিজ অমূল্য প্রান,
জীবন দিয়ে রক্ষা করব তাদের দেয়া মান।

এ ভাষাতেই কাব্য লিখে হব আমি কবি,
যুগে যুগে স্মরিবে আমায় এই ভাবনাই ভাবি।




আজ এমনও দিনে সকল প্রিয় কবিগণকে জানাই আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের বিশেষ শুভেচ্ছা।