সোনা যাদু ডাকছি তোকে
গেছিস কোথায় বাবা?
তোর ব্যথায় কাতর আমি
হচ্ছি যেন বোবা।
কত্ত আলো জ্বলিয়ে ছিলিস
আমার আঁধার ঘরে,
তোর অভাবে সবই নিথর
আছে যেন পরে।
বাবারে তুই আয়না ফিরে
আবার আমার নীড়ে,
ঘুচব ব্যাথা ভুলব শোক
তোকে পেয়ে ফিরে।
চাঁদের কণা আমার সোনা
গেছিস কোথায় চলে,
তোর ব্যথাতে মা মনটা
কাঁদছে চোখের জলে।
আয়না সোনা ভুলিয়ে দে
আমার যত দুখ,
তোর সোহাগে ভরবে মন
পাবো আবার সুখ।
আমার বান্ধবীর একমাত্র ছেলে ডেঙ্গু জ্বরে নিহত হয়েছে। সে এখন সন্তান শোকে পাথর।
তাই মা ছেলে উভয়কে কবিতাটি উত্সর্গ করলাম।