কিছু অধরা স্বপ্ন
যখন ছুঁয়ে যায় মন
তখন স্বপ্নীল সাম্রাজ্যে
হয় অগ্নুৎপাত, নয়তো
অগ্নি লাভার তান্ডব ঝড়।
কিছু অধরা সুখ যখন মনের
কোল ঘেঁষে লেপে দেয় তার ছোঁয়া
তখন প্রবালের মত নির্বাক হয়ে
দেখি তার তরঙ্গ ঢেউ।
কিছু অধরা অনুভূতি যখন
প্রচ্ছদ আকে মন আঙ্গিনায়
শান্ত রক্ত স্রোতের তলদেশে
শুরু হয় কম্পন নয়ত সুনামি।
কিছু অধরা ভাবনা
যখন কুরে খায় মন;
বারবার খুঁজে ফিরি
তার অস্তগামী রূপ।
তপস্বী মন করে অন্বেষণ
তার শেষ পদচিহ্ন,হৃদয়াবেগ
হয় নরবড়, মন মন্দিরে
মানতের জাহাজ করে ভিড়।