কিছু ভালো মন;
কিছু অধরা স্বপ্ন;
সময়ের হাত ধরে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয়
একদিন প্রসবিত হবে; অঙ্কুরিত হবেই
এই ধরনী তলে। চাই ধৈর্য, চাই স্থৈর্য
চাই অবিচল চিত্তের অবিনাশী স্ফুরন..
হাটি নিরালায় একান্ত আপনে।
অতি প্রত্যুষে তাকাই পূবের আকাশে প্রত্যাশী মন
সোনালী সূর্যের উজ্জ্বল ঝলকানিতে
উদ্ভাসিত হবেই পৃথিবী ।