আমি আবেগের বশে ছুঁয়েছি অগ্নি
হয়েছি তপ্ত..
আমি আবেগের বশে ছুঁয়েছি আঁধার
হয়েছি অন্ধ..
আমি আবেগের বশে ছুঁয়েছি আকাশ
হয়েছি হতাশ..
আমি আবেগের বশে ছুঁয়েছি তোমার হৃদয়
অবহেলায় ঘৃণায় করেছ নির্দয়..
আমি আবেগের বশে ছুঁয়েছি তোমার মন
প্রেম পাগল হয়ে করছি অনশন..
আমি আবেগের বশে ছুঁয়েছি তোমার ঠোঁট
সব কিছু হারিয়ে হয়েছি নির্বোধ..
আমি আবেগের বশে ছুঁয়েছি তোমার অঙ্গ
সইল না সুখ হইলাম নিঃসঙ্গ..
আমি আবেগের বশে ছুঁয়েছি তোমার চুল
এটাই ছিল আমার সর্বাপেক্ষা ভুল..
আমি আবেগের বশে ছুঁয়েছি তোমার নিঃশ্বাস
চূর্ণ বিচূর্ণ হল আমার সঞ্চিত বিশ্বাস..
আমি আবেগের বশে ছুঁয়েছি চাঁদ
হারিয়ে তোমায় জীবন এখন বরবাদ..