আজ ২৫শে মার্চ ভয়াল কালো রাত্রি
বুকের ভিতর পুঞ্জিভূত হয়ে আছে রাগ
ঘৃণা ক্ষোভ অভিশাপ
শিরা উপশিরার রক্তস্রোত
গুমরে উঠে শরীরাবরণে,
যারা নিশি রাতকে হাতিয়ার করেছিল
হিংস্র হায়েনার বেশে নিরীহ মানুষের উপর
ঝাঁপিয়ে পড়েছিল,
টুকরো টুকরো করেছিল
তাদের লালিত স্বপ্ন,
ছিন্ন ভিন্ন করেছিল
নিথর দেহাবয়ব,
যারা পৃথিবীতে রচিত করে গেছে এক
অন্ধকার বিভৎস ইতিহাস,কালের গর্ভে
চির রঞ্জিত রক্তাক্ত ইতিহাস।
যারা রাতের আঁধারে
কালো ভ্রমর হয়ে নেমে
এসেছিল তাদের কামনার
ধারালো হুল ফুটাবে বলে
নাবালিকা নারী কিংবা গৃহবধূর,
যারা অস্ত্র হাতে কেড়ে
নিয়েছিল তাদের সম্ভ্রম,
নিভিয়ে দিয়েছিল জলন্ত প্রদীপের শিখা,
ঝাঝরা করে দিয়েছিল মায়ের সন্তানের বুক
যাদের ফুপিয়ে কান্নার
আওয়াজ আজো শুনি।
যারা কেড়ে নিয়েছিল বুদ্ধিজীবিদের অর্জিত নিয়তি,
যাদের ধারালো আঁচরে মুছে দিতে চেয়েছিল
আমার জন্ম ঠিকানা,
আমার প্রাণ উল্লাসী মাতৃভাষা।
সেই সব কাপুরুষদের জন্যই
আমার রাগ ক্ষোভ এই নীরব প্রতিবাদ।
আমি চিরকাল হব সোচ্চার
হব বিদ্রোহী!
মৌন মনে বার বার দিই ধিক্কার।