একটি কালো রাত
একটি কালো অধ্যায় খঁচিত ইতিহাস
রুদ্ধশ্বাসে মোচড়ে আসে কণ্ঠ...
রক্ত স্রোতে উঠে পাথর কণার উত্তাল ঝড়,
কখনো আবার ভগ্ন চূর্ণ পাথরের তীক্ষ্ণ ফলা।
কল্প চোখে কালো রাত্রির ক্ষত বিক্ষত শ্রীমুখ
আঁকি পেন্সিলে। এই বিভত্স চিত্র অনন্তকাল জুড়ে
অবিস্মৃত হয়ে রবে বাঙালীর অন্তরে।
সেদিনের নিরীহ মৃত আত্মারা
আজও ধমকায়, প্রতিশোধের নেশা
তুলে রক্তে রক্তে।
যারা কালো কালীতে লেপন করেছে ২৫ মার্চ।