০০০৯
একটা ফোন নাম্বার দিলাম
যত কথা মনে বলে দিও,
আমি শুনব কানে কানে
কত না অভিমান তোমার
বিরহ ঝরাও কলমের ফোটায়?
কবিতার আবরন ঢেকে দাও কচ্ছপের খোলসে?
বিরহের সুর বাজে ঐ বাঁশের বাঁশিতে?
আমি নই নির্মম..
তাইতো দিলাম ফোন নাম্বারটা
তবে শর্ত জেনো; তা হবে নির্জনে গোপনে
সময়টা হবে বারোটা 90 নাইনে..