তোরে আমি ফেঁদেছিলাম নিকুম্ভাগারে ।
পল্লবীর শীতল হাওয়া গায়ে লাগে না আর ।
কি শান্ত মন সেদিন ব্যাস্ত হয়েছিল ।
প্রতীক্ষায় কান্না, বারবার কেন ফিরে আসে ?
তারপর ভেসে গেছে ধারার বুকে রক্ত ।
সিক্ত সুবিধাভোগী প্রচণ্ড ভালবাসি তোকে ।
আমি রইলাম বিবাগী যদি টের পেতিস
বুকের বাদিকের মাংসটা তাই চেপে ধরলাম ।
'ফিরে আয়' এই কামনা সারাজীবন থাকবে ।
তোর ফোলা ভ্রূ রাতে ঘুমাতে দেয় না ।
তবু আমি জেগে আছি ।
ঘুমের মাঝে মৃত্যুপথে পথ হাতরাছি ।
তুই আসবি তো রাজপথ মসৃণ করতে ?
আমি রইলাম না হয় সেই প্রতীক্ষায় ।