বিদগ্ধ হৃদয়ে পাষাণ যখন সময় ।
সব ফেলে হারিয়ে গেল তরুন তাজা জীবন ।
সোমবার ফিরে দেখার দিন ।
তবুও কোথাও যেন মায়া, চিরদিনের ।
সাজছে যখন আকাশটা
মুক্ত রশ্মির বিচ্ছুরনে তোলাবাজের শব্দ ।
শুভ দীপাবলি বলতে বাঁধা নেই আর ।
না ভুলে যাকে করে ফেলি বিদায় ।
ওরে পাষণ্ড তোর কি হবে ?
ক্ষমা যার একমাত্র অস্ত্র ।
অনুতপ্ত , চোখ দুটি আর পাবে না দেখা ।
চির ঋনী অভিমান রইল ব্যাক্তহীন ।
যে গোলাপ দেওয়া হয়নি , তাকে ফুটতে দাও ।
হয়ত সাগরের নীচে মুক্তো আজও খুজে চলেছে আশ্রয় ।