চলো আজ চলে যাই পঞ্চবটী নীড়ে
যেথা ফোটে বকফুল , শাকই নদী তীরে
মাছ তব গান গায় , সারস করে নাচ
বগা পাখি লেজ তোলে, বগাী পায় লাজ
বুড়ো করে কান্না , শিশু হেসে উঠে
শিমুল গাছ তুলো দেয় মেঘময় শরতে
বর্ষা সেথা ঝরনা , রামধনু কি রঙ্গীন
মেটান যাবে না সেই প্রকিতির ঋণ ।
সেথা কুসুমিতা বাস করে, কেশ তার নিশি
এ রুপ দেখেনি কেউ , না বলাই বেশি
মোহিত হল মুনিগণ, দেবতা হৃদয় শূন্য
মানব ভাবে করেনি তারা এত বেশি পূন্য
সে যুগ ফেলে আসা , আজ সব অলঙ্কার
বহিরুপ ফোটে বেশি মনে রেখে অহঙ্কার
মুনি, দেব, মানব তাই হতে আমার দোষ
কুসুমিতাদের চোখে থাকব আমি এ জন্মের রাক্ষস ।