ঘড়ির কাঁটাটা টিক টিক করে বলছে
থাক থাক থাক থাক থাক
মোবাইলের ঘড়িটা কিছু বলছে বলেই
লণ্ঠনটা আর কিছুক্ষণ জ্বলে থাক ।
বিদগ্ধ হৃদয়ে ভগ্নদশা ছাড়িয়ে মনটা ভাষাহীন
সেই কবে থেকে চলছি যে লিখে ।
কেউ দাম দিল না ,তাতে কি আসে যায় ?
এগিয়ে চলছি আমি নতুন কিছু শিখে ।
নতুন সৃষ্টির আনন্দে সারা রাত ঘুমাতে পারি না
আরও লিখে যাও এই যেন বলে ।
জটিল হবে সরল আর নরম হবে শক্ত
নদীর গতি মোহনায় বয়ে চলে ।
কোন জ্ঞানের প্রেরনা তা মনে নেই
মন যা চায় তা পারিনা হতে ।
পারিপার্শ্বিক ক্ষেত্র আমায় বাড়তে দিল না
আমি ফুরালাম নকল লড়াই লড়তে লড়তে ।
তারপর সে উঠে গেল আমার টেবিল থেকে
করে গেল শুধু একটি অঙ্গীকার ।
পরের জনমে গাব আমি বিশ্ব জোরা গান
এ জনমে আমি যে বার সিঙ্গার ।
এ স্মৃতি ভুলবে না সেই মেয়েটির পরিচয়
নষ্ট হয়নি আমার টাকার আহুতি ।
টাকার জন্য বেচলে পৃথিবী মানুষের হাতে
ঈশ্বর, তোমার জন্য রইল আমার সহানুভূতি ।