আমি আগের মতো নেই; রূপকথার গল্প লিখতে
হারিয়ে ফেলি খেই।
আগুন জীবন পুড়িয়ে যা যা শিখি
আমি কি তার আদৌ কিছু লিখি?
নিশ্চিত নই আমি
তোমাকেই কি চাই ?
মরা-স্মৃতির স্মারক বলতে
কাব্যপোড়া ছাই।
চোখের মধ্যে পাহাড়,
তাতে হিমাঙ্কের দিন;
এই প্রথম জলের আকার নির্দিষ্ট,
সুকঠিন।
তীব্রদহন, কালবোশেখী
এসব নিছক ভুল
মত্ত শিলার বৃষ্টি-ঝড়ে
কাঁপছে হৃদয়মূল।
....................আমি এগিয়ে চলি যেই
জীবনের হাইওয়েতে
শেল্টার দেখা নেই।
আগুন নাকি বাতাস নাকি আকাশ মাটি জল;
আমার গল্প শুনতে বোসে
প্রেতাত্মা চঞ্চল।
আমি আগের মতো নেই,
রূপকথার গল্প লিখতে চুপ করেছে খেই।