এমনকি সূর্যের তাপও নিরপেক্ষ নয়-
একথা
আমার গতিবিধির চেয়ে বেশী কে বা জানে!
কেউ জানে আমার জন্মের কথা ?
তখনও সমান ছিলো না পৃথিবী
আজও অসমান।
তাতেই প্রবাহ থাকে,
সবাই ধ্রুবক হয়ে গেলে তাই
গণিত অসাড় হয়ে যেতো,
কোথায় লুকোতো x ,y ?
তখন এ পৃথিবীর এতো গল্প
এতো মায়া
কেউ জানতো না আর ।

অনিশ্চিত পৃথিবী সুন্দর।

চলরাশি আছে তাই
সমস্ত দুঃখের খুশী থাকে;

হয়তো তোমার নয়, অন্য কারো।

তবুও
প্রাণের প্রবেশদ্বারে
শিকড়ে শিকড়ে
লেখা আছে যে সম্পর্কের কথা ,
আজও তাকে ভুলে যেতে পারেনি
এমনকি
তুচ্ছাতিতুচ্ছ কোনো ঘাস;

আমি তো
সামান্য
বাতাস।