তোমার চোখের তারায়
                 গোলকধাঁধা
নির্দ্বিধায়
          গোলাপ তবু হাতে
চাঁদের থেকে ঝরা বৃষ্টি ভিজে
অধীর সেতো অসীম অসাক্ষাতে।

                               আকাশরানীর ঘোমটা গেছে খুলে
যৌবনের ডানায় উড়ছে হাওয়া
অব্যক্ত ইচ্ছেগুলোর শব্দ,
আর
          হৃদয় জুড়ে
                           তরবারির খেলা ।

খানা-খন্দ-গর্ত ভরাট সব-ই
বৃষ্টিপাখি চোখে খুঁজছে  বাসা
ভিজছে গোলাপ
                     শুকিয়ে যেতে নারাজ; বৃষ্টিরও খুব
         লুকিয়ে বাঁচার আশা ।

কালোমেঘের
                  ঠিকানা নেই কোনো
এই জগতে  
              অবাঞ্ছিত তারা ;
আশায় দীপ্ত তপ্ত গোলাপ খোঁজে
প্রস্তাবনার অমরত্বের  সাড়া।