“সমূদ্রের জলে একদিন থুথু ফেলেছিলাম”
এই কবিতা পড়ে সুনীলের
খুব হেসেছিলাম একদিন আমিও ।
কত অজস্র ছিটানো থুথু- সুহৃদ, স্বজনের
ষড়যন্ত্রের ঘৃন্য বিছুটি, কামিনী, কন্যার, ভগ্নিপতি
সব শালার ব্যর্থ আবদারের তীব্র আক্রোশ
দুর পথিকের অবেলার ছাতার মত বোগলে ফেলে
দিব্যি চলে আসি কবিতার জংঘায়
আমি কাউকেই অভিশাপ দেই না ।
আকাশে ছুড়ে দিলে পাথর,
মাটিতে বসার তার জায়গা আছেই
আমি জানি ।