এক
হোটেলে থাকি, হোটেলে খাই
হাত খরচটাও মামার,
আমি কেন চাকরি করব
গড়তে যাব খামার ?
দুই
মানুষ এমন-ই হয়-
নিজেকে অন্ধ ভেবেছি,
অথচ, তুমি ছাড়া এখন
দিব্বি ভাল আছি ।
তিন
যাবার বেলায়
পুঁতে গেলে বীজ
বৃক্ষ শরীরে এখন
হাজার তাবিজ ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.