এক

কামিজের হিপ আর একটু উঠলেই
দেখানো যেতো নাভীমূল
কাতুকুতু খেয়ে বাতাস কখনো
উচ্ছ্বাসে হলে বেভুল ।

দুই

ছেমরা তুই রাইতে আসিস
কলাগাছের মুড়ায়
পথ দেখাইয়া লইয়া যামু
পাকদন্ডীর চূড়ায় ।

তিন

বাগানে ফুটেছে ফুল
কলরব শুনি পাখির
তুমিও শিখবে এখন
কৌশল সব ফাঁকির ।