আমি ডাকলেই তুমি আস
তুমি বললেই আমি যাই
তুমি হাসলেই আমি কাঁদি
তুমি কাঁদলেই আমি পাই ।
তুমি আসছ দেখলেই আমি
দরোজায় দেই খিল,
এত বিপরীত এত ব্যবধান
তারপরও কত মিল !
তুমি আর আমি একই শয্যায়
লুটোপুটি শুধু খাই,
একের অঙ্গ অন্যকে দিয়ে
এক হয়ে যেতে চাই ।
দুই মেরুতেই আমরা দু’জন
একটি ভেলায় চড়ি
অথচ আমরা একে অন্যকে
তীব্র ঘৃনা করি ।