শিউলি শব্দাবলী তখনো উঠেনি ফোটে
তখনো শুকতারা গোলাপী মেঘের ঠোঁটে
যুঁই, কামিনী, হাস্নাহেনা, চন্দ্র মল্লিকারা
কুয়াশার চাদর ভেঙ্গে তখনো নাড়েনি কড়া
কোন পাখির নীড়ে ।আকাশে মেঘের তুলো
পেছনে যাচ্ছে ছুটে ছড়িয়ে জলের ধুলো ।
ষ্টেশন, গাড়ি না রেল, বুঝিনি কে বাজাল হুইশেল
ট্রেন থেমে গেল, মনে হল, সে-ও করেছে হার্টফেল !
হই হট্টোগোল, ব্যস্ত সবাই যেন কাফন ও দাফনে
স্বার্থপরের মত তখনো যুদ্ধ আমার কবিতার অন্তরণে ।
ট্রেন থেমে গেলে, কিছু না বলে, টুপ করে নেমে গেলে
কিছুই হয়নি যেন, কিছুই ঘটেনি ভ্রমণের অন্তরালে ?
হয়ত দেখনি তুমি, কেবল চোখ দেখেছিল চোখ
কখনো আড়াল থেকে, কখনো অপলক
হয়েছিল অজান্তেই মৌন কথপোকথন,
তুমি বোঝনি চোখের গভীরে থাকা নোনা সমূদ্রের
জলের উচ্চারন ?
মাঝ পথে তুমি নেই
অসমাপ্ত কবিতা কাঁদে তোমার শূন্য আসনেই ।