শুধু কি ভাঙ্গে নদী ?
রমণীও ভাঙ্গে বাসন কোষন
ঝড় বৃক্ষ ভাঙ্গে, মিছিল শাসন ।
শুধু কি ভাঙ্গে নারী ?
শব্দও ভাঙ্গে ইথার পাথর
সময় কবিতা ভাঙ্গে, কবির বাসর ।
শুধু কি কবিতা ভাঙ্গে ?
কথায় সংসার ভাঙ্গে, হাসি, নোলক
স্বপ্নের তনু ভাঙ্গে রঙ্গিন পালক ।
শুধু কি স্বপ্ন ভাঙ্গে ?
অস্থি, মজ্জা ভাঙ্গে নিয়ম, নীতি
সতত ভাঙ্গছে মানুষ সখের পিরিতি ।
ভাঙ্গনে দুঃখ বড়
ভাঙ্গনেই সুখ সব
দেয়াল ভেঙ্গেই শান্তির নোবেল
পেলেন গর্ভাচব ।