বন্ধুরে তুই আমার কথা কখন কখন ভাবিস ?
ভর দুপুরে উদাস হলে ঘুঘুর সুরে ডাকিস
যতই দুরে থাকি উড়ে আসব আমি জানিস
তোর বাগানের ছায়ায় বসে গান শোনাব দেখিস ।
বন্ধুরে তুই ডাকিস যদি রাতের অন্ধকারে
জোনাক হয়ে পথ দেখাব যাসনা যতই দুরে
ছায়ার মত থাকব পাশে রইবে না আর ভয়
তোর জীবনে আর হবে না কোন পরাজয় ।
আমি যে তোর সাঁঝের বাতি আঁধার তাড়ানো
আমি যে তোর গানের পাখি দুঃখ ভোলানো
শীত সকালের ঘাসের শিশির মুক্তো ছড়ানো
বসন্তের ঐ দখিন হাওয়া পুস্প ফোটানো ।
বন্ধুরে তুই আমার কথা কখন কখন ভাবিস
ভাবার সময় হাতের কাছে কাগজ কলম রাখিস
আমায় নিয়ে লিখিস যদি একটি কবিতা
তোর পাহারায় থাকবে আমার জীবন সবিতা ।
বন্ধুরে তুই কোথায় আছিস, আজ কবিতা কই ?
তুই কি আমায় ভুলে গেলি দু’দিনেই গো সই ?