আমার একজন বন্ধু চাই রাত বিরাতের কালে
আমার একজন বন্ধু চাই, ‘ভালবাসি’ বলে
চালতে তলায় পুকুর ঘাটে গল্প শোনাবার
জোৎস্না রাতে বকুল তলায় গানটি শুনিবার ।
আমার একজন বন্ধু চাই সুখে হাসিবার
আমার একজন বন্ধু চাই দুঃখে কাঁদিবার
বন্ধু আমায় ছন্দ দিবে কবিতা লিখার
তার হাসিতে ঘুচে যাবে সকল অন্ধকার ।
আমার একজন বন্ধু চাই শাসন করিবার
আমার একজন বন্ধু চাই শোষন করিবার
বন্ধু আমায় ভালবেসে হৃদয় পোড়াবে
পোড়া ক্ষতে পরম যত্নে মলম মাখাবে !