মতিঝিলের ফাঁক ফোঁকরে
কত যে কবুতর
জোড়ায় জোড়ায় উড়ে, ঘুরে
কেউতো রাখেনা খবর ।
কেবল তুমি আমি যদি
কখনো পার্কে যাই,
পিছু পিছু ঘোরে
কিছু কুকুর অযথাই !
তোমাকে একটু ছোঁব
অধরে রাখব ঠোঁট
সাথে সাথে কুকুরগুলো
হয়ে যায় একজোট ।
চারদিক থেকে ঘেউ ঘেউ করে,
অস্বস্থি আর লজ্জায়
মাটির সাত হাত গভীরে
নিজেকে লুকাতে মন চায় ।
মানবাধিকারে পেচ্ছাব করে
পাখিদের বলি “ তোরা
আমাদের চেয়ে ভাল আছিস
কখনো ছাড়িস না জোড়া” ।
“বাসা বাধ, ডিম দে
যত ইচ্ছা ফোটা বাচ্চা
“কুকুর” দেখলেই বিট ছেড়ে দিস
কপাল বরাবর, যেন ভাবে রসকলি আচ্ছা !