একদিন ঠিক ঠিক চলে যাব গঙ্গার কাছে
বলব, এইতো আমি ? দেখো,
বরফের সাদা চাঁইয়ের মত একতাল ভালবাসা
বুকের ভিতর, তোমার জন্য ।
ফ্রীজের কপাট খুলে দেখো, হাত দিয়ে ছুঁয়ে
পৃথিবীর সব শুকনো নদীতে প্লাবণ হবে
একটি গাছও আর কাটবে না কেউ
খুব মানবিক হবে মানুষ মমতার জলে ধুয়ে ।
একদিন ঠিক ঠিক চলে যাব যমুনার কাছে
নিজের অনামিকা কেটে আংটি বানিয়ে দেব
সব দাঁত তুলে গেঁথে দেব মুক্তোর হার
এ আমার ভীষণ প্রতিজ্ঞা, দুঃসাধ্য করা রোধ
ঠিক ঠিক সুবোধ বালকের মত
এই আমি
সত্যিই চলে যাব একদিন গঙ্গা ও যমুনার কাছে ।