তোকে তো ভেবেছিলাম মাটি
এখন দেখি আগুন !
তুইও কি রেখেছিলি লুকিয়ে
শরীরে চৈতালী ফাগুন ?
কেমন বোকা ছিলি তুই
চিমটি কাটলেও করতিস না উহু !
এখন কেমন ভাঁজে ভাঁজে খুলে যাস
একবার যদি ডাকি কুহু ।
আমি তো বসন্তের কোকিল
ভালবাসলি কেন আমাকে ?
বুঝিস না ? শীত গেলেই চলে যাব
সাইবেরিয়ার দিকে ?
কবিকে ভালবেসে জিতেছে
এমন সংখ্যা বিরল,
কবিতাকে ভালবাসিস, দেখবি
জটিল পৃথিবী হয়ে যাবে সহজ, সরল ।
সমূদ্রের মতন যখন তখন
এভাবে ছড়াস না ঢেউ,
কবিতা জটিল, কবি সে তো আ-রো
কবি ছাড়া কবিকে চিনেনা কেউ ।