(ব্যক্তি জীবনের আলোকে )
আমরা যারা কবিতা লিখি
কিম্বা যারা কবিয়াল,
বাঘ সিংহ নাইবা হলাম
একেক জন তো ঘড়িয়াল ?
শীতল রক্তের হিংস্র প্রাণী
ভদ্র বেশে লুকিয়ে রই
যোগ্য কারো দেখা পেলেই
একটা খাঁচা পেতে দেই ।
খাঁচার ভিতর আটকে গেলে
হোক সে নারী, কুক্কুরী
সকাল সন্ধ্যা মোবাইল ফোনে
দেবই একটা সুড়সুড়ি ।
দু’চার দশটা কবিতা লিখে
বলব তাকে “ এবার যাও
আমার জন্য বসে আছে
সোনারগাঁয়ের মীরা রাও ” ।