কে যেন ডাকে
ডেকে ডেকে যায়
অমানিশার গভীর রাত্তিরে, কুহকের স্বরে
বড় অদ্ভুতুরে !
যেতে যেতে ডাকে
ডেকে ডেকে যায়
হায় ! এমন সখ হল কার ?
কবরের গভীর অন্ধকার,
সুপ্রাচীন মমির সাথে করবে সহবাস ?
বালির ক্ষয়িষ্ণু শিশ্নে নিজেকে প্রোথিত করে
মেটাবে গোপণ আশ ?
নিশি পাওয়া হে আঁধার বালিকা,
তুমি কি জান
বহুসহশ্র্রাব্দ পূর্বে কি ছিল মমির ভূমিকা ?