০১।
ঈদ এসেছে, ঈদ
আমার নেইকো নিদ ।
নতুন জামায়, নতুন জুতোয়
সবাই আনন্দিত
ভাবনা আমার আগামী মাস
কেমনে করব গত ?
বেতন গেল, বোনাস গেল
আরো হল ঋণ
সামনের মাসে পার করব
কেমনে ত্রিশ দিন ?
0২।
কবির কোন
বয়স নাই,
কবিরা তাই
ভাই, ভাই ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.