০১।

ঈদ এসেছে, ঈদ
আমার নেইকো নিদ ।

নতুন জামায়, নতুন জুতোয়
সবাই আনন্দিত
ভাবনা আমার আগামী মাস
কেমনে করব গত ?
বেতন গেল, বোনাস গেল
আরো হল ঋণ
সামনের মাসে পার করব
কেমনে ত্রিশ দিন ?


0২।

কবির কোন
বয়স নাই,
কবিরা তাই
ভাই, ভাই ।