এবারের ঈদেও তোমাকে কার্ড দেয়া হল না ।
একটু শুকনো শুভেচ্ছা
অন্যের হাতে
কলমের মুখে
কাগজের ভাষায়
ভেজাল হাওয়ায়
তা-ও না !
আমার ঠিকই মনে ছিল
স্মরনেও ছিল,
বোধ ও বেদনায় ছিল পরিচিতি ।
সব কিছু জুড়ে ছিল অনিচ্ছার বিশাল উরুর
নীল জোছনা !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.