ছাত্রীতো নারীরই জাত
শিক্ষক হল পুরুষ,
কয়েকটি আঙুলে যদি খেলে
তাতেও কি হয় দোষ !
কিছু শিক্ষক যেন নিয়েছে
ব্রতই এখন
নানা অজুহাতে করবে
ছাত্রী নিপীড়ন !
অবুঝ শিক্ষার্থী বোঝেনা
জ্ঞানী, পিতৃসম তার ওস্তাদ
শরীরের এখানে ওখানে কেন
নীরবে বোলায় হাত ?
ভাগ্যিস, আমার রমিজ স্যার নেই
থাকলে, তাঁকেও করতাম আজ ঘৃণা
যার তুলনায় নিজেকে ভাবি
মহাসমূদ্রের হিমকণা !
শিক্ষক ছিলেন সর্বশ্রদ্ধেয়
কিছু ছাত্র হত কুলাঙ্গার,
এখন যেন বদলে গেছে
অতীতের নিয়মাচার !
দোষ যদি হয়
তবে, কান কেটে নাও
ধরে এনে ময়দানে
মুত্র পাত্রে চুবাও !
প্রায়শঃই শুনি, শিক্ষক করে
ছাত্রীর শ্লীলতাহানি
এমন শিক্ষক জুতা মেরে তাড়াও
কর পবিত্র স্কুলখানি !
অনেক মূর্খ লোক
মাস্টারকে বলে “মাস্টর “
তাঁরা কি আগেই জানত
কি আছে ওস্তাদের ভিতর ?