পাঁচ নম্বর বিপদ সঙ্কেত
সমূদ্রে নিম্নচাপ
বড্ড গুমোটে আকাশ
কিছুই বুঝিনা ভাব সাব !
আজকাল বিধ্বংসী ঝড়েরও থাকে
নান্দনিক সব নাম,
যার মস্তিস্কপ্রসূত এই ভাবনা
তাঁকে আমার সবুজ সালাম ।
বাসা ছেড়ে বিলবোর্ডে পাখি
পথ ঘাট ফাঁকা ফাঁকা
ফুটপাতে জটবাঁধা নেড়া নেড়ি
পড়ে আছে ভি এর মত বাঁকা ।
হঠাৎ প্রশ্ন এলো
মগজের ভিতরে
নেড়া নেড়ি কেন
ভি এর আকারে ?
ভি......! ভি.......! ভি.........
ভি ফর ভায়োলেন্স, ভার্চু, ভ্যাজাইনা
ভি ফর ভালচার, ভিক্টরী । ইয়েস, ভিক্টরী !
আমাকে কি উপহাস করছে
রাস্তার বেজন্মা নেড়া নেড়ি ?
সমূদ্রের ঝড়ো হাওয়ার সাথে
এল অঝোর ধারার বৃষ্টি
পথের পাপ সব ধুয়ে নিল
আমারই খুলল না কেবল দৃষ্টি ।
ফুটপাতে আজো নেড়ানেড়ি খুঁজি
ভি এর আকারে
এমনটা হলেই যেন চিনতে পারি
আমিও আমারে ।
{ভি (“V”) ইংরেজী ভাষার বাইশতম লেটার }