ফুলের সৌন্দর্য্য প্রথম দেখেছি একটি কবরে
মাতৃজঠরে প্রথম চিনেছি নারী
পাথরের পুস্প দেখেছি মতিঝিলের বিশাল বারান্দায়
কবিতা লিখেই চিনেছি সকল স্বৈরাচারী !
বেশ্যার সাথে শুতে গিয়ে প্রথম চিনেছি ঈশ্বর
মাতৃশয্যায় পিতাকে দেখেছি প্রথম দিগম্বর ।
তারপরও তুমি শেখাবে আমায় প্রেমে প্রেম খেলা
এ খেলায় কেটেছে অর্ধেক জীবন,হায়রে বিরলা !