কাল সারারাত এখানে বৃষ্টি ছিল
খুব ভোরে খুব রোদ ছিল
মধ্য দুপুর ছিল ঘন অন্ধকার
একটি মাধুরী বিকেল
আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল ।
খোঁপায় ছিল তাঁর কনকচাপা
মেহেদী হাতে ছিল তীক্ষ্ণ মৃত্যুবাণ
ভাসমান টলমল চোখে
দ্বীপের নির্জনতা
সুমধুর কন্ঠে ছিল জলের আহবান !