শরৎচন্দ্র বাবু,
বড়দিদিকে দেখলে বলবেন
আমার একটি কথা,
তাঁকে এখন খুঁজছি আমি
সমস্ত কোলকাতা ।।
বুকের ভিতর মরুভূমি
একটু বৃষ্টি চাই,
আড়াল থেকে দিদির স্নেহ
একটু যদি পাই-
ফিরে পেলে পেতেও পারি
আবার পবিত্রতা ।।
মানবতা পাইনা খুঁজে
মানুষের অন্তরে,
স্নেহ মায়া সস্তা দরে
বিকোচ্ছে বাজারে !
বড়দিদিকে এখন আমার
ভীষণ প্রয়োজন !
তাঁর চরিত্রেই পেয়েছিলাম
স্নেহ আর শাসন !
ভালবাসার বাঁধন ছিঁড়ে
চাইনা স্বাধীনতা ।।
(শরৎচন্দ্র চট্রপাধ্যায় এর বড়দিদি অবলম্বনে)