তুমি আমাকে দুঃখ দিয়েছ ।
বেদনার অসংখ্য ব্যথিত বীজ এখানে সেখানে
বড় সযত্নে পূঁতে রেখেছি গভীর হৃদয় ।
অঙ্কুরিত হবে একদিন বিরাট মহীরুহের মতো
ছায়া দিবে বিষবৃক্ষ, ফল খাবে মানুষ, ভুলের ছলে
কিন্তু খুব সজ্ঞানে, দেখো,
পৃথিবীর সব মানুষ দুখী হবে একদিন !
আমার প্রত্যাখ্যাত চুম্বনের মতো সব ঠোঁট
ভেঙ্গে ভেঙ্গে একদিন নির্বাক হবে পৃথিবী
কোন পুরুষের ঘরে আর কোন রমণীর
থাকবে না শান্তি নাম ।
তুমি আমায় দুঃখ দিয়েছ,
ভীষণ মোটা হবে তুমি
বিপুল মেদের ভারে বিপদসঙ্কুল নিতম্ব দেখে
ভয় পাবে সমস্ত বাহন
নাভীর নীচে ঝুলবে বুক, ভীষণ মোটা হবে
মেরুদন্ড বেঁকে যাবে তোমার, তুমি দুঃখী হবে !
তুমি আমায় দুঃখ দিয়েছ
র্নিমমভাবে খুন করেছ আর্শিবাদী আঙুল
যৌবন স্পৃহাকে বলেছ প্রতারক
তুমি পাপী হবে ।
তুমি আমায় দুঃখ দিয়েছ বাসন্তি
পৃথিবীর সমস্ত মানুষ একদিন দুখী হবে
এর সমস্ত পাপ শুধু তোমার ।