যারা কবিতা লেখে,
তাঁদেরকে আমার ভীষণ ভয় !
মনে হয়, নিত্য নতুন আলোকে
অসম্ভব জ্ঞাণী তাঁরা,
ঈশ্বরের মতো সদা জাগ্রত ।
আমি কবি নই,
কবিতাও লিখিনা ।
তবে ভাল লাগে, দুঃখ সুখে
অন্ধ আবেগে, যারা সরবে লিখে
নীরবে গায় মানুষের বন্দনা ।
এখন কম্পিত রাজধানী,
চারিদিকে হরতাল
সন্ত্রাসে থরো থরো !
আমি বন্ধু হতে এসেছি
বিশ্বস্ত সরলতায়
আমাকে গ্রহণ করো !
বিঃ দ্রঃ-এটা ২০০৪ সালে লেখা আমার প্রথম কবিতা ।
আজ কবিতা লিখা সম্ভব হয়নি । তাই পুরোনো দিয়েই
আসরে ঢুকলাম । সকলকে ধন্যবাদ ।