যখন তুমি এলে,
বাগানে কোন গোলাপ নেই ।
অথচ, একদিন মাটি খুঁড়ে খুঁড়ে
নিঃশব্দের বীজমন্ত্রে কেবল তোমার জন্যই
আমি এ বাগান রচেছিলাম ।
ভেবেছিলাম, আসবেই শঙ্খচিল,
পদ্মঝিলের বুক হোক না তরঙ্গহীন
জল থাকলে আসবে, আসবেই শঙ্খচিল !
জীবনের বেনাম বন্দরের কোন ঠিকানা ছিল না
তাই, আমার এ সওদাগরী জাহাজ
কোনদিন পায়নি খুঁজে ঘাটের নোঙ্গর ।
যখোন পেল,
দেখলাম, ক্লান্ত নাবিক চোখে শুধু সমূদ্র নিঃশ্বাস !
অথচ, তোমার জন্যই ঘুরে ঘুরে কুড়িয়েছি
উড়ন্ত শঙ্খচিলের অঙ্গ খসা পালক
এবং দেখলাম,
যখন তুমি এলে
আমার কোথ্থাও কোন ভালবাসা নেই ।