তুমি কবিতা লিখ
তাইতো সেজেছি কবি
তোমার কবিতাতেই পাওয়া
এইসব রঙিন ছবি ।
জানি কাশফুল ভালবাস
নদী হয়ে পেতেছি শয্যা
জলের তরঙ্গে ভেঙ্গেছি
দু’কূলের সব লজ্জা !
তুমি ভালবাস প্রান্তর
এসেছি শঙ্খচিল হয়ে উড়ে
দু’চোখে দেখেছি মুগ্ধতা
গোধূলীর আলোর ঝালরে !
বুনোফুল ভালবেসে
চড়েছ পাহাড় চূঁড়ায়
বাগান সাজিয়ে দিয়েছি
তোমার বিশাল খোঁপায় ।
বুঝতেই পারিনি কবে
তোমার আপন হলাম,
কেন ভাল বাসবেনা বল ?
এমন চেরাগী গোলাম ?