সাপের মাজায় যদি
ঠিকমত বাড়ি পড়ে
এগুতে পারেনা সাপ
যদিও, সামনে পিছনে নড়ে ।
প্রতিটি মানুষের থাকে
এমন কিছু ভুল
মনে পড়লেই হুল ফোটায়
হৃদয়ের ভীমরুল !
তুমিও কি জাগছ এখন
তেমন ভুলে নিশি ?
মুখ জুড়ে অনিদ্রার ছাপ
বোঝায় ঠোঁটের হাসি !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.