দিল যদি হয়
বাসন্তির,
দিন গুনবই
আগামীর ।
পেলে পেলাম
না পেলে নাই,
শুকনো খালেই
পেতেছি চাঁই ।
আশাবাদী মানুষ,
নিরাশ নই ।
হোক সে পুঁটি
মাগুর বা কৈ ?
ভাগ্য যদি
সুপ্রসন্ন থাকে,
মাছেরাও পড়ে
আকাশ থেকে ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.