দিল যদি হয়
বাসন্তির,
দিন গুনবই
আগামীর ।

পেলে পেলাম
না পেলে নাই,
শুকনো খালেই
পেতেছি চাঁই ।

আশাবাদী মানুষ,
নিরাশ নই ।
হোক সে পুঁটি
মাগুর বা কৈ ?

ভাগ্য যদি
সুপ্রসন্ন থাকে,
মাছেরাও পড়ে
আকাশ থেকে ।