আমি কি ঝিনুক, শান বাঁধানো কারো তালপুকুরে ?
নাবিকের হাত থেকে খসে পড়া সমূদ্র পাথর
তবে কেন চেয়ে থাকি ? চেয়েই থাকি-
নীল আকাশের মতো চোখের শৈল্পিক তারায়
ঠোঁটের বিষুব রেখায়, কণ্ঠাস্থির হলুদ দ্রাঘিমা
চিকন কৃষ্ণ চিকুর চিবুকে
জরীর কারুকাজ, ওড়নার তরঙ্গায়িত শুভ্র শোভিত শোভণ ?
চেয়ে দেখি, বকুল বিকেলে বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া
যেমন দেখে খুব কাছাকাছি
হাতের ব্যার্সাধ থেকে ঠিক একটু দুরে
আঁকশি ছুঁলেই ঝরে যাবে
এমনভাবে চেয়ে থাকে, চেয়েই থাকে
বিকেলের বিষন্ন বাতায়ন !
আমিও দেখি, তেমনি দেখি, চেয়ে দেখি
চোখের পাশে ছোট্র কালো তিল, পৃথিবীর সব উদাসীনতা
ধরে আছো তুমি অনিচ্ছার অসীম অনীল আকাশ !
ক্লান্তিহীন পর্যটকের চরণ ধুলোর মত
আমার এই চেয়ে থাকা কোন কবিতা নয়
তুমিও নও ছবি কোন ক্যানভাসে আঁকা
তবুও কি বোঝ, কি চায় এই চোখ ?
সভ্যতার সুবাসিত চিঠি
নন্দিত দৃষ্টির দাবানল
শব্দের নৈসর্গিক প্রতিধ্বনি
নাকি অন্য কিছু, অন্য কোন কিছু ?