রাত বি-রাতে যখন তখন
তোমার কথা মনে হয়,
বুকের ভিতর কোন সে রোগে
চিন্ চিন্ চিন্ ব্যথা হয় !
তোমার আমার না হোক দেখা
টেলিফোনেই মন্দ কি ?
আবোল তাবোল কথা বলে
পাগলও তো হয় সুখী !
প্রেম থাকলেই প্রেমিক আমি
তুমিও তখন প্রেমিকা,
মোবাইল ফোনে কথা হবে
ইন্টারনেটে মুখ দেখা ।
না-ই বা পেলাম কাছাকাছি
পাশাপাশি সঙ্গোপণে,
তুমি আমি মিশে রব
স্যাটেলাইটে বিশ্বজনে ।