এক

আবিয়াইত্তা মাইয়া যদি বালিশের তলায়
মোবাইল লুকাইয়া রাতে একলা ঘুমায়
মুখে তার উঠবে বরন সত্য শতভাগ
জোছনামাখা মুখে পড়বে চন্দ্রের কালোদাগ !

দুই

কলেজ ছেড়ে মেয়ে এখন
ভার্সিটিতে ঢুকবে
ডুয়েল সিমের তিন কালারের
তিনটি মোবাইল লাগবে ।

তিন

কে হারে, কে জেতে
বুঝবে কাল,
তুমি ঘুঘু পাখি
আমি বন বিড়াল ।