দেখেছেন নাকি সদ্য মুক্তিপ্রাপ্ত
বাংলা সিনেমাটা ?
যদি না দেখেন, জীবনে হারাবেন
শিক্ষার ষোলকলাটা !
কলা অবশ্য আরো আছে
হরেক রকম কলায়
সাগর, সবরী, চাপা বা কাম
আজব সিনেমায় !
নায়িকা সুন্দুরী, নিজেই পারে
ভিলেনের নিতে প্রাণ
অনন্তটা শেষ করে দিল
পরিচালকের সম্মান !