আজো বৃষ্টি হবে । আকাশে ডাকছে মেঘ ।
কোথাও পড়ল যেন বাজ ?
এখনি শুরু হবে কাটাকুটি
হৃদয়ের জটিল আনাজ !
তুমিও যদি থাক এই মেঘের ছায়ায়
মরাল গ্রীবায় পড়ে দু’ফোটা ঐশ্বরিক জল
স্মরণ হবেই জানি ছাতাহীন একটি বিকেল
তরল অন্ধকার বনের একাশিয়া তল ।
বৃক্ষের ঝরে পড়া আনন্দাশ্রু, আর
চারপাশে এলোমেলো বাতাসের ঝাপটায়
ভিজে যাচ্ছ তুমি । পিঠে বৃক্ষ কান্ড চেপে
বুকে নিলে অধীর পুরুষ, কাকভেজা কামনায় !
আজো বৃষ্টি এলেই মনে পড়ে যায়
জলের ছোঁয়ায় বীজ কি করে জন্মায় ?