এখন আমরা প্রায় মধ্য আয়ের দেশ
সকলে বলুন, বাহবা ! বাহবা! বাহবা! বেশ !
রাস্তায় কয়েক কোটি দামী গাড়ী
দেশ জুড়ে লক্ষ লক্ষ সুউচ্চ বাড়ী
দেশেরও বেড়েছে নাকি পার ক্যাপিটা
এই খুশিতে লাফায় কিছু বলদ,পাঠা
আই, টি সেক্টরেও আছে জয়
তার অগ্রগতি জানেন নিশ্চয় !
কলকারখানা, আই-টি, বিদ্যুৎ ছাড়া অচল
কুইক রেন্টালে এখানেও আমরা সবল
আগে হত ঘন ঘন লোড শেডিং
এখন নিয়মিত ছিঁড়ছে পাওয়ার গ্রেডিং
অন্ধকারে উন্নত দেশ, ভোগে চমৎকার !
কেবল ব্যহত হয়, আই-টি বন্ধুদের সাথে
যোগাযোগ বারংবার ।